সেপ্টেম্বর ২০, ২০২৪

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। শেয়ারটির সর্বশেষ ৩৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ৬০৮ বারে ১৩ লাখ ৮১ হাজার ৭০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮৩  শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ২০৯ বারে ৮ লাখ ৩৩ হাজার ৫১১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ১১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা জেমিনি সি ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৫৭১ বারে ২ লাখ ৩২ হাজার ৫৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৬৫ কোটি  টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আরামিট সিমেন্টের ৪.৮২ শতাংশ, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৪.৪০ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৪.৩৭ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.১২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩.৬৪ শতাংশ, আজিজ পাইপসের ৩.৬১ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের ৩.৫৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *