জানুয়ারি ২২, ২০২৫

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২১০টির দর বেড়েছে। এদিন সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিপিএইচি ইসপাতের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ।

আর ১৫ টাকা ৬০ পয়সা টাকা বা ৯.৯৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে জেমিনি সী ফুড পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৮.৭৩ শতাংশ, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৭.৮৩ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৫.২৬ শতাংশ, রূপালী বাংকের ৪.২৪ শতাংশ, পাইনিওর ইন্সুরেন্সের ৪.২১ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৪.১০ শতাংশ এবং বিকন ফার্মার ৪.০৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...