ডিসেম্বর ২৪, ২০২৪

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির ২৭ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আজ কোম্পানিটির ১৮ লাখ ৫৭ হাজার  ৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ৯৯ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ লিমিটেড। আজ কোম্পানিটির ৯ লাখ ৩৭ হাজার ৯২৬টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য  ১৬ কোটি ৭২ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, দেশবন্ধু পলিমার, বেক্সিমকো গ্রীণ সুকুক, লিগ্যাসি ফুটওয়্যার, জেমিনি সী ও সোনালী পেপার লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...