জুন ২৯, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ১২৪টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের।

আজ রোববার (২ জুন) ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ৯.৮৭ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৯.৬৯ শতাংশ।

আর ৫ টাকা ৯০ পয়সা বা ৭.৮৮ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৭.৭৬ রূপালী লাইফ ইন্সুরেন্সের ৭.১৪ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৪.৮৫ শতাংশ, বিচ হ্যাচারির ৪.৬৮ শতাংশ, ফার ইস্ট নিটিংয়ের ৫.৫৪ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৪.২০ শতাংশ এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪.০৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *