ডিসেম্বর ২৩, ২০২৪

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৭টির বা ১১ দশমিক ৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছ। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭৯ দশমিক ৬০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৩৬ দশমিক ৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫৬ দশমিক ৯০ টাকা বা ২০ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারীর ১১ দশমিক ৫১ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৬৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১০ দশমিক শূন্য ৬ শতাংশ, রংপুর ডেইরি এন্ড ফুডের ৮ দশমিক ৮২ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৬৪ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৮ দশমিক ৪৭ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৩৭ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৭ দশমিক ২৪ শতাংশ এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৭৮ শতাংশের শেয়ার দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...