সেপ্টেম্বর ২০, ২০২৪

দেশের পুঁজিবাজারের সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৭৭৭ বারে ১৪ লাখ ৭৭ হাজার ৭৮৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকায় ২য় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ১৭৬ বারে ১৩ লাখ ৮৫ হাজার ৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বেঙ্গল উইন্ডস্বরের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৯২৬ বারে ১৪ লাখ ৫৫ হাজার ৬৮৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসকে ট্রিমসের ৯.৭৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৬.২১ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৪.৮৫ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৪.৪৩ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৪.২৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.২৩ শতাংশ এবং নাভানা সিএনজির ৪.০৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *