ডিসেম্বর ২৬, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ৫১টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের।

আজ মঙ্গলবার (১১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা বা ৭.৫১ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ইউনিক হোটেলের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৫.৫৬ শতাংশ।

আর ১ টাকা ৬০ পয়সা বা ৩.৭৬ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেএমআই হসপিটালের ৩.২১ শতাংশ, উত্তরা ব্যাংকের ৩.০৬ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ২.৯০ শতাংশ, নাভানা ফার্মার ২.৫৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ২.৩৭ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ২.২২ শতাংশ এবং এটলাস বাংলাদেশ লিমিটেডের ২.১৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...