ডিসেম্বর ২২, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ৭৯টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের।

আজ মঙ্গলবার (২ এপ্রিল ) ঢাকা স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) থেকে জানা যায়।

এদিন ফান্ডটির ইউনিট দর আগের কর্মদিবসের তুলনায় ৩০ পয়সা বা ৬.৯৭ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছেফান্ডটির ইউনিট।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরটরিজের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৬.৩৩ শতাংশ।

আর ২২ টাকা ৩০ পয়সা বা ৩.৪৩ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ড্যাফোডিল কম্পিউটার্স, সানলাইফ ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিপুলস ইন্সুরেন্স, প্রগতি ইন্সুরেন্স এবং রেনাটা পিএলসি।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...