জানুয়ারি ৮, ২০২৫

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৭ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬২ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট- এর।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ফিনিক্স ফাইন্যান্সসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ১০ শতাংশ।

আর ৭০ পয়সা বা ১০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সুহ্নদ ইন্ডাস্ট্রিজ ।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ১০ শতাংশ, খুলনা প্রিন্টিং & প্যাকেজিং ৯.৪৮ শতাংশ, ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং ৯.৪৩ শতাংশ, জাহীন স্পিনিং ৮.৭৭ শতাংশ, সাউথ বাংলা এগ্রিকালচার & কমার্স ব্যাংক ৮.৫৪ শতাংশ, নিউ লাইন ক্লোথিংস ৬.০৬ শতাংশ ও লিব্রা ইনফুসিয়ান্স ৫.৪৮ শতাংশ দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...