ডিসেম্বর ২৩, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৪৩ টি প্রতিষ্ঠানের মধ্যে ৮১টি বা ২৩.৬২ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসাের জানা গেছে, আগের কার্যদিবসে স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮.০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৮.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৮০ টাকা বা ১০.০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিয়ন ক্যাপিটাল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৯.৯৩ শতাংশ, খান ব্রাদার পেপারের ৯.৯২ শতাংশ, অলিম্পিক এক্সেসরিসের ৯.৮৮ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৯.৩৬ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ৯.২৪ শতাংশ, সোনারগাও টেক্সটাইলের ৯.০৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭৪ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৮.০০ শতাংশ এবং মাইডাস ফাইন্যান্সের ৭.৭৬ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...