জানুয়ারি ৯, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত আজ টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড। এদিন শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৯.৮৮ শতাংশ।

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

টপটেন গেইনার বা দর বাড়ার দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক এক্সেসরিস লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৯.৬২ শতাংশ।

টপটেন গেইনার বা দর বাড়ার তৃতীয় স্থানে রয়েছে আরামিট সিমেন্ট লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৬.৯১ শতাংশ।

দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ৬.৬৬ শতাংশ, প্যাসিফিক ডেনিমস্‌ ৬.০৬ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক ৫.৯৩ শতাংশ, ইভিন্স টেক্সটাইল ৫.৮৮ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি ৫.৬৮ শতাংশ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ ৪.৬৬ শতাংশ ও পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের ৪.৪৮ শতাংশ দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...