ডিসেম্বর ২৩, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে নাভানা সিএনজি লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৮.০৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৬৪২ বারে ৫ লাখ ৮৩ হাজার ৯৫৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৬.৬৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডিকম লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ২ টাকা বা ৪.৯০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, দেশ গার্মেন্টস,মুন্নু অ্যাগ্রো মেশিনারিজ, ফাইন ফুডস, সিলভা ফার্মা, আল-হাজ্ব টেক্সটাইল ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...