সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৭ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪ টির দর কমেছে।। আজ সবচেয়ে বেশি দর কমেছে ফাইন ফুডসের ।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৯ টাকা ৭০ পয়সা বা ৭.২৬ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন ডাইং-র দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৬.৯০ শতাংশ।
আর ২০ পয়সা বা ৫.২৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে জেনারেশন নেক্সট।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু সিরামিক ৫.০২ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক ৪.২৯ শতাংশ, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি ৪.২১ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালস ৪.১২ শতাংশ, পূবালী ব্যাংক ৩.৯৬ শতাংশ, মনোসপোল পেপার ম্যানুফ্যাকচারিং ৩.৮৯ শতাংশ এবং শার্প ইন্ডাস্ট্রিজ ৩.৬১ শতাংশ কমেছে।