জানুয়ারি ২৩, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৭১টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ফান্ডটির ইউনিট দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৬.২১ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেস্বরের শেয়ার দর কমেছে ২৮ টাকা ২০ পয়সা বা ৪.০১ শতাংশ।

আর ৪ টাকা ৫০ পয়সা বা ৩.৩৮ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্সুরেন্স, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, ইমাম বাটন, কর্ণফুলী ইন্সুরেন্স, দেশ জেনারেল ইন্সুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং জুট স্পিনার্স লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...