সেপ্টেম্বর ২১, ২০২৪

পুজিবাজারে দ্বিতীয় কার্য দিবস আজ সোমবার (২১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড  ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ২১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৯ বারে ২ হাজার ৯৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৫০ বারে ১ লাখ ৩০ হাজার ৭০১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সি পার্ল হোটেলের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৪৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৩২৩ বারে ১১ লাখ ৪৮ হাজার ৮৯৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ৪৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জেমিনি সি ফুডের ২.২২ শতাংশ, নর্দান জুটের ২.১৭ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ১.৯৩ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের ১.৩২ শতাংশ, আরামিট লিমিটেডের ১.২৪ শতাংশ, বাংলাদেশ অটোকার্সের ১.০৯ শতাংশ এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ১.০৮ শতাংশ শেয়ারদর কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *