ডিসেম্বর ২২, ২০২৪

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮১টির বা ২০ দশমিক ২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি কমেছে সী পার্ল বিচের শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সী পার্ল বিচের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮৭ দশমিক ৫০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৫০ দশমিক ৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩৬ দশমিক ৯০ টাকা বা ১২ দশমিক ৮৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজারের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ফুটওয়্যারের ১০ দশমিক ২৭ শতাংশ, কহিনূর কেমিক্যালের ৯ দশমিক ১৮ শতাংশ, প্রাইম ব্যাংকের ৯ দশমিক ১৮ শতাংশ, আমরা টেকনোলজির ৮ দশমিক ৩৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬ দশমিক ৯৩ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৬ দশমিক শূন্য ১ শতাংশ, আরামিটের ৫ দশমিক ৮৪ শতাংশ, মনোস্পুল পেপারের ৫ দশমিক ৬৪ শতাংশ এবং বিডি অটোকারসের ৫ দশমিক ২৯ শতাংশের শেয়ার দর কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...