নভেম্বর ১৪, ২০২৪

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ৮০টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের।

আজ সোমবার ২ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১২ টাকা ৩০ পয়সা বা ৯.৭০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ার দর বেড়েছে ৬৫ টাকা বা ৭.৪৯ শতাংশ।

আর ৫৬ টাকা ৬০ পয়সা বা ৭.৪৮ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিব্রা ইনফিউশন লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রাক ব্যাংকের ৭.২৭ শতাংশ, এস্কয়ার নিটের ৬.৮০ শতাংশ, লিনডে বাংলাদেশের ৬.২৪ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৫.৬৩ শতাংশ, ডেল্টা লাইফের ৫.৪০ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৪.৫৮ শতাংশ এবং মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারি লিমিটেডের ৩.৮৬ শতাংশ দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...