ডিসেম্বর ২২, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ১০৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজ বুধবার (১৭ এপ্রিল ) ঢাকা স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) থেকে জানা যায়।

সূত্র মতে জানা যায়, আজ বুধবার (১৭ এপ্রিল) কপারটেক ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৬ দশমিক ০৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে একমি পেস্টিসাইড লিমিটেড।

বুধবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই, লাভেলো, আমরা নেটওয়ার্কস, আলহাজ টেক্সটাইল, ইফাদ অটোস, পূবালী ব্যাংক এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...