ডিসেম্বর ২১, ২০২৪

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৭টি প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। এদিন সবচেয়ে বেশি দরপতনের শীর্ষে ট্যানারি খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যারের লিমিটেড।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর আগের দিনের তুলনায় ১০ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৭১ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে।

সর্বোচ্চ দর হারানোর তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারদর আজ ৯ দশমিক ৪৮ শতাংশ কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর কমেছে ৫ দশমিক ৫৭ শতাংশ।

বৃহস্পতিবার ডিএসইতে সর্বোচ্চ দর হারানো অপর কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুড, অ্যামারেল্ড অয়েল, খুলনা প্রিন্টিং, ইয়াকিন পলিমার, মেঘনা সিমেন্ট মিলস, মেট্রো স্পিনিং এবং এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...