জানুয়ারি ২৩, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪০টির দরপতন হয়েছে। এদিন রূপালী ব্যাংক পিএলসির শেয়ার দর কমেছে সবচেয়ে বেশি।

আজ বৃহস্পতিবার (০২ মে) ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ রূপালী ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ টাকা ১০ পয়সা বা ১৫ দশমিক ০৭ শতাংশ কমেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এসবিএসি ব্যাংকের শেয়ার দর কমেছে ৫ শতাংশ। আর ৪ দশমিক ৭১ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, ইস্টার্ন কেবলস, ফার্মা এইডস, ডরিন পাওয়ার, বিডিকম অনলাইন, হাওয়েল টেক্সটাইল এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...