দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে এসেছে বিডিকম অনলাইন লিমিটেড। এদিন শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৪.৫৮ শতাংশ।
আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
টপটেন লুজার বা দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৪.১৮ শতাংশ।
টপটেন লুজার বা দরপতনের তৃতীয় স্থানে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৩.৭৪ শতাংশ।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুডস ২.৮৭ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ ২.৭১ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্স ২.৬১৬ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি ২.৬১২ শতাংশ, ওআইমেক্ম ইলেকট্রোডস ২.৪৩ শতাংশ, ইস্টার্ন হাউজিং ২.২৪ শতাংশ ও ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২.১৮ শতাংশ দর কমেছে।