ডিসেম্বর ২৮, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে এসেছে ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৯২ শতাংশ।

আজ রোববার ৫ নভেম্বরঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

টপটেন লুজার বা দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৬১ শতাংশ।

টপটেন লুজার বা দরপতনের তৃতীয় স্থানে রয়েছে আর. এন. স্পিনিং মিলস্‌ লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৫৬ শতাংশ।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমবি ফার্মাসিউটিক্যালস ৯.৫০ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টস ৯.২৩ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ৪.৭৮ শতাংশ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ ৪.১১ শতাংশ, মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি ৪.০৭ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানি ৩.৬৩ শতাংশ ও অরিয়ন ইনফিউশন লিমিটেডের ৩.৫৬ শতাংশ দর কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...