জানুয়ারি ১২, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত আজ দরপতনের শীর্ষে রয়েছে জেমিনি সী ফুড লিমিটেড। আজ শেয়ারটির দর ৪৫ টাকা বা ৭.৫০ শতাংশ কমেছে।

আজ বুধবার ১৫ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ কোম্পানিটি সর্বশেষ ৫৫৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ৮৫১ বারে ৩ লাখ ৩৬ হাজার ৯৯৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৭৪ লাখ টাকা।

এমবি ফার্মা লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৪৮ টাকা ১০ পয়সা বা ৫.৭৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৮৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

জিকিউ বলপেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৫ টাকা ৩০ পয়সা বা ৪.৪৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- লিবরা ইনফিউশন, দেশবন্ধু পলিমার, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও আফতাব অটোস লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...