জানুয়ারি ২৩, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ২৭৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

আজ মঙ্গলবার (এপ্রিল) ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (২৪ এপ্রিল) খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ০২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ১৬ দশমিক ৯৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সিটি ব্যাংক পিএলসি।

বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- জিবিবি পাওয়ার লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ, এইচ আর টেক্সটাইল, ফু-ওয়াং সিরামিক, সুরিদ ইন্ডাস্ট্রিজ, বিডি থাই, এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...