জানুয়ারি ৫, ২০২৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ৬৪ শতাংশ কমেছে।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের শেয়ারদর এদিন ৬০ পয়সা বা ৫ দশমিক ০৪ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ০২ শতাংশ।

মঙ্গলবার সর্বোচ্চ শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হলো- শ্যামপুর সুগার মিলস, সোনারগাঁও টেক্সটাইল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্যাসিফিক ডেনিমস এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...