জানুয়ারি ৫, ২০২৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ৫.০৮ শতাংশ কমেছে।

আজ বুধবার (২৩ আগস্ট) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি সর্বশেষ ১১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯৯৩ বারে ১৭ লাখ ১৭ হাজার ৯৭০টি শেয়ার লেনদেন করেছে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৫.০৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা বা ৪.৯৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, লিবরা ইনফিউশন, ওয়েস্টার্ণ মেরিন শিপইয়ার্ড, আজিজ পাইপস, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...