ডিসেম্বর ২২, ২০২৪

দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে একজন মেজরসহ চারজন ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত এবং ১৪ জন আহত হয়েছে। শনিবার (২৬ অক্টেবার) দুপক্ষের মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর টাইমস অব ইসরায়েলের।

নিহতরা হলেন ক্যাপ্টেন রাব্বি আব্রাহাম ইয়োসেফ গোল্ডবার্গ, মেজর ইলিয়াভ আমরাম অ্যাবিটবল, ক্যাপ্টেন অমিত চাউত এবং মাস্টার সার্জেন্ট গিলাদ এলমালিয়াচ। তারা সবাই আলন ব্রিগেডের একটি ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিল।

নিহত সেনাদের মধ্যে গোল্ডবার্গ ব্যাটালিয়নের রাব্বি ছিলেন, চায়ুত প্লাটুন কমান্ডার এবং আবিটবোল কোম্পানির ডেপুটি কমান্ডার ছিলেন। আহত ১৪ জন সৈন্যের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

এ ছাড়া এই সংঘর্ষে তিনজন হিজবুল্লাহ যোদ্ধাও নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এর আগে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়। ইসরায়েলি স্থল হামলায় অংশ নিতে দক্ষিণ লেবাননে যাওয়ার পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে হামলার মুখে পড়ে তারা। এতে পাঁচ সেনা নিহত হওয়ার পাশাপাশি আরও ১৯ সেনা আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ছিল।

নিহতদের সবাই ৮ নম্বর আর্মড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের রিজার্ভ সেনা ছিলেন। তাদের মধ্যে মাওরি নামের এক সেনা ব্যাটালিয়নের উপকমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...