জানুয়ারি ৯, ২০২৫

বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে সেরা দুটি দল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা একটি ম্যাচ হারলেও ভারত এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ মুখোমুখি তারা। কলকাতার ইডেন গার্ডেন্সে কে হবেন আজকের সেরা?

আজ রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে জয়ী দল নেটরান রেটের হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করবে।

এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার একটা দুর্বলতা রয়েছে। রান তাড়া করার সঙ্গে ঠিকমতো তাল মেলাতে পারছে না দলটি। এখন পর্যন্ত দুইবার রান তাড়া করেছে দলটি। একবার হেরেছে। অন্যবার কোনোমতে হার থেকে রেহাই পেয়েছে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস, দ্বিতীয় ম্যাচে পাকিস্তান।

বিপরীত পরিস্থিতি ভারতের। একটা লক্ষ্য সামনে রেখে তারা ভালোভাবেই ছুটছে। অর্থাৎ রান তাড়া করায় যথেষ্ঠ দক্ষতার পরিচয় দিয়ে চলেছে স্বাগতিক দল। ফলে আজকের ম্যাচে টসের প্রভাব কতটা পরে, সেটাই দেখার পালা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, রাসি ফন ডার ডুসেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...