জানুয়ারি ৫, ২০২৫
বাংলাদেশের বিপক্ষে আজ মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। আজ মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ। দুদলের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার অপেক্ষায় সমর্থকরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য গেছে দক্ষিণ আফ্রিকার পক্ষে। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা।
বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ- কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লিজার্ড উইলিয়ামস।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...