সেপ্টেম্বর ১৯, ২০২৪

চীনের কাছে তেল বিক্রির মূল্য চীনা মুদ্রা ইউয়ানে নিতে আগ্রহী সৌদি আরব। স্থানীয় সময় সোমবার (৯ সেপ্টেম্বর) চীনা মন্ত্রী লি শ্যাং সৌদি সফরে গেলে দেশটির শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বন্দর আল-খোরায়েফ তার আগ্রহের কথা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সেমাফোর নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মূলত ডলারের প্রাধান্য কমিয়ে আনতেই এমন উদ্যোগ নিয়েছে সৌদি বলে জানিয়েছে বিশ্লেষকরা। সম্প্রতি হংকংয়ে দেয়া এক সাক্ষাৎকারে বন্দর আল-খোরায়েফ বলেছেন, সৌদি আরব নতুন ধারণা বাস্তবায়নে উন্মুখ। অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করা মূল লক্ষ্য, রাজনীতিকে বাণিজ্যের সঙ্গে যুক্ত করা থেকে বিরত থাকতে হবে।

চীন তাদের মুদ্রা ‘ইউয়ান’-কে আন্তর্জাতিকীকরণ করতে আগ্রহী। আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেনের ক্ষেত্রে চীনা মুদ্রা ক্রমেই মার্কিন ডলারের কাছাকাছি চলে যাচ্ছে।

২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা চীনের জন্য খুলে দিয়েছে নতুন সম্ভাবনা। চীন রাশিয়ার অপরিশোধিত তেলের বৃহত্তম ক্রেতা। দেশটি এসব তেল কেনার ক্ষেত্রে লেনদেন করেছে ‘ইউয়ান’ দিয়ে, ডলার নয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *