জানুয়ারি ১১, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে একটি ওভারে তিনটি ‘নো’ বল করেছেন শোয়েব। স্পিনার হয়েও একই ওভারে শোয়েব কী করে তিনবার ‘লক্ষ্মণরেখা’র (ক্রিজ) বাইরে পা ফেললেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা।

তার হাস্যকর বোলিং দেখে বিদ্রূপ করতে ছাড়েননি ক্রিকেটপ্রেমীরাও। তৃতীয় বিয়ের পর ক্রিকেটে মন নেই শোয়েবের।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক কয়েক দিন আগে তৃতীয় বিয়ে করেছেন। সানিয়া মির্জার সাবেক স্বামী পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের পর থেকেই খবরে রয়েছেন শোয়েব। মাঠে হাস্যকর পারফরম্যান্সের জন্য তিনি আবার খবরের কেন্দ্রবিন্দু।

ফরচুন বরিশাল-খুলনা টাইগার্সের ম্যাচে শোয়েবকে আক্রমণ করেছিলেন তামিম ইকবাল। প্রথম ওভার বল করতে এসেই তিনটি ‘নো’ বলসহ ১৮ রান দেন শোয়েব। তার বোলিং দেখে মাঠেই বিরক্তি প্রকাশ করেন বরিশালের অধিনায়ক তামিম। দলের অন্য ক্রিকেটারেরাও খুশি হননি পাক স্পিনারের ‘নো’ বল করার বহর দেখে।

শোয়েবের সেই ওভারের ভিডিও ভাইরাল। ক্রিকেটপ্রেমীদের একাংশ বিদ্রূপ করেছেন শোয়েবকে।

একজন মন্তব্য করেছেন- বিয়ে হোক বা নো বল, শোয়েব তিনটে করেই করেন।

অনেকে বলেছেন, নতুন বউ পেয়ে ক্রিকেটে মন নেই পাকিস্তানের সাবেক অধিনায়কের।

সানাকে বিয়ের কথা গত শনিবার জানিয়েছিলেন শোয়েব। সেই দিনই এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক পূর্ণ করেছিলেন তিনি। যদিও সোমবারের ম্যাচে তার বোলিং পারফরম্যান্স নিয়ে চলছে হাসাহাসি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...