গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬টি নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন (এনবিএফআই)। অক্টোবর মাসের ভিবিন্ন কার্যদিবসে অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানিগুলোর মাঝে গত বছরের তুলনায় তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বৃদ্ধি পেয়েছে মাত্র ১টি কোম্পানির, আয় কমেছে ৫টির, অপরিবর্তীত রয়েছে একটি কোম্পানির ইপিএসের হার এবং তৃতীয় প্রান্তিকে লোকসানে আছে ৯ টি কোম্পানি।
আর্থিক এই প্রতিষ্ঠানগুলোর মাঝে গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় এ বছরের তৃতীইয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড বা বিডি ফাইন্যান্সের। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৩ পয়সা। গত বছর যা ছিল ০৬ পয়সা। গত বছরের তুলনায় এ বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ১১৬ দশমিক ৬৬ শতাংশ।
এদিকে কোম্পানিগুলোর মাঝে আয় হ্রাসের হার সবথেকে বেশি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০৭ পয়সা। গত বছর যা ছিল ২৮ পয়সা। গত বছরের তুলনায় এ বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৭৫ শতাংশ।
আয় হ্রাসের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো,- আইপিডিসি ফিন্যান্স লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, আইডিএলসি ফিন্যান্স লিমিটেড, ইউনাইটেড ফিন্যান্স।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) সবথেকে বেশি লোকসান দেখিয়েছে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৬০ পয়সা। গত বছর লোকসান হয়েছিল ১ টাকা ৫১ পয়সা।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে লোকসানে থাকা অন্য কোম্পানিগুলো হলো,- ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, মাইডাস ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং।
নিচে আর্থিক প্রতিষ্ঠানগুলোর তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন চার্ট আকারে প্রকাশ করা হলোঃ