ডিসেম্বর ২৩, ২০২৪

চৈত্রের শেষ থেকেই গ্রীষ্মের প্রচণ্ডে দাবদাহে নাজেহাল বঙ্গবাসী। প্রচণ্ড গরম থেকে রেহাই চাইছেন সকলে। এই পরিস্থিতিতে গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন রাজ্যের তৃণমূল বিধায়ক। সেই ঘটনার ভিডিয়োও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নদিয়া জেলার করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় ইদ উপলক্ষে পোশাক বিতরণ করেছেন। দুঃস্থদের হাতে পোশাক তুলে দিয়েছেন তিনি। তার মধ্যে ছিল কয়েকটি কম্বলও। যা নিয়ে শুরু হয়েছে চর্চা। যদিও কম্বল বিতরণে কোনও ভুল দেখছেন না কমিরপুরের তৃণমূল বিধায়ক। তাঁর যুক্তি, “যাঁদের বাড়িতে আগুন লেগে সব পুড়ে গিয়েছে। তাঁরা কম্বল পেতে অন্তত শুতে পারবেন।”

প্রচণ্ড দাবদাহের মধ্যে বিধায়কের কম্বল বিতরণের ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল। ইদ উপলক্ষে মানুষকে বস্ত্র বিতরণের পাশাপাশি কম্বল বিতরণ করেন করিমপুরের বিধায়ক। গরমে কম্বল বিতরণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সম্প্রতি করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় ইদ উপলক্ষে পোশাক বিতরণ করেন। পাশাপাশি বেশ কয়েকটি কম্বল বিতরণ করেছেন। প্রচণ্ড গরমে মধ্যে কেন তিনি কম্বল বিতরণ করলেন? তার উত্তরের বিধায়ক বলেছেন, “ওই এলাকায় বেশ কিছু দরিদ্র মানুষের বাড়ি আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমি শাড়ি, ছোটদের জামা-প্যান্ট, বড়দের জামা-প্যান্ট, চাদরের ব্যবস্থা করলাম। তখন কিছু কম্বল ছিল। আমি ভাবলাম সেগুলো দিয়ে দিই। ও গুলো পেলে রাতে পেতে শুতে তো পারবে। এই মানুষরা অসহায়। আমি তাঁদের পাশে দাঁডিয়েছি।”

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...