সেপ্টেম্বর ১৭, ২০২৪

আগামী তিন চার দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।

বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এমনটি জানান সেনাপ্রধান। তিনি বলেন, আমি দেখেছি শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছে। ট্রাফিক পুলিশ না থাকায় শিক্ষার্থীদের এই দায়িত্ব পালন দেখে আমি মুগ্ধ হয়েছি। তারা রাস্তার ময়লাও পরিস্কার করেছে। আমার বিশ্বাস তারা এই ভালো কাজগুলো ভবিষ্যতেও চালিয়ে যাবে।

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার নিয়ে উত্তাল ছিল পুরো দেশ। শিক্ষার্থীদের এই আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট সোমবার পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ভেঙে যায় পুলিশের চেইন অব কমান্ড। সরকার পদত্যাগকে ঘিরে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্মবিরতিতে রয়েছে পুলিশ প্রশাসন। এমন অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করেন শিক্ষার্থীরা।

সরকারের পতনের কারণে দেশ প্রায় অচল হয়ে পড়েছে। আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে। এমনটি জানিয়েছেন সেনাপ্রধান। তার বিশ্বাস আগামী তিন চার দিনের মধ্যেই দেশ আবার সচল হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে সবকিছু।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *