ডিসেম্বর ২৩, ২০২৪

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের বৈঠকে প্রতিবাদে চীন তাইওয়ান প্রণালীতে যুদ্ধমহড়া শুরু করেছে। চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে ম্যাকার্থির সঙ্গে সাইয়ের বৈঠক হয়।

তাইওয়ানের ওপর সার্বভৌমত্ব এবং মালিকানা দাবি করে চীন। তাইওয়ান ইস্যুতে এক চীন নীতি প্রণয়ন করেছে বেইজিং এবং আমেরিকাসহ বিশ্বের বেশিরভাগ দেশ এই নীতি অনুসরণ করে। কিন্তু নিয়মিতভাবেই মার্কিন সরকার তাদের রাষ্ট্রীয় নীতি লঙ্ঘন করে এবং চীনের বিরোধিতা উপেক্ষা করে তাইওয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা করে। আমেরিকা এবং চীনের মধ্যে যে বৈরী সম্পর্ক বিরাজ করে তার প্রধান কারণ এই তাইওয়ান ইস্যু।

গতকাল ম্যাকার্থি এবং সাইয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘন্টা আগে চীন তাইওয়ান প্রণালীতে বিমানবাহী যুদ্ধজাহাজ শানডং পাঠায়। এদিকে, তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কিয়ো চেং সাংবাদিকদের জানান, চীনের এই বিমানবাহী যুদ্ধজাহাজ তাইওয়ান উপকূল থেকে ৩৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। যা হচ্ছে তা সামরিক বাহিনীর জন্য প্রশিক্ষণ তবে স্পর্শকাতর সময়ে এটি অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টি আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।

পরে তিনি তাইওয়ান সংসদ সদস্যদের জানান, চীনা যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রশান্ত মহাসাগরের বাশি চ্যানেলে তাইওয়ানের পাঁচটি যুদ্ধজাহাজ তৎপর রয়েছে। খবর- পার্সটুডে

লাতিন আমেরিকা সফর শেষে দেশে ফেরার পথে তাইওয়ানের প্রেসিডেন্ট আমেরিকায় যাত্রাবিরতি করেন এবং মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেবিন ম্যাকার্থির সঙ্গে ক্যালিফোর্নিয়ার রাজধানী লস অ্যাঞ্জেলেসে বৈঠক করেন।

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...