ডিসেম্বর ২২, ২০২৪

তাইওয়ান প্রণালির আকাশসীমায় ৯টি চীনা সামরিক বিমান শনাক্ত করার দাবি করেছে তাইপে কর্তৃপক্ষ। বিমানগুলো চীনা যুদ্ধজাহাজের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছিল।

সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চীনের সামরিক কর্মকাণ্ড নিয়ে প্রতিদিনই প্রতিবেদন প্রকাশ করে তাইওয়ান।

দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে চীন নিজেদের ভূখণ্ডের অংশ বলে মনে করে এবং লাইকে একজন বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিশ্বাস করে। এমনকি তার সঙ্গে কোনো প্রকার আলোচনার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে চীন। এদিকে নিজেদের একটি স্বায়ত্ত্বশাসিত রাষ্ট্র হিসেবে দাবি করে তাইওয়ান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...