মার্চ ২১, ২০২৫

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল কর্তৃক পরিচালিত ছয়টি মিউচ্যুয়াল ফান্ডের ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করা হয়েছে। ফান্ডগুলো হচ্ছে- ডিবিএইচ প্রথম মিউচ্যুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এবং এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১। সবগুলোই ক্লোজ এন্ড বা মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত রয়েছে।

এ বিষয়ে এলআর গ্লোবালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এলআর গ্লোবালের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। শুধু কোয়েস্ট বিডিসি কেনার বিষয়ে তদন্ত চলছে। কোয়েস্ট বিডিসি ওটিসি মার্কেটের কোম্পানি । এটির তদন্ত করতে গিয়ে এল আর গ্লোবালের একাউন্ট ফ্রিজ করা দুঃখজনক। এমন কি এলআর গ্লোবালের মোট ইনভেস্টমেন্টের সামান্য অংকের অর্থের দ্বারা এটির মালিকানা নেওয়া হয়েছে। অডিটের মাধ্যমে সম্পদ মূল্য যাচাই করে, তার থেকেও কম দাম নির্ধারণ করে মালিকানা কেনা হয়েছে। বিষয়গুলো মহামান্য কোর্টের নজরে আনা হলে স্টে অর্ডার জারি করেছেন।

জানা গেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তদন্তের স্বার্থে পুঁজিবাজার সংশ্লিষ্ট ১৭টি ব্যাংক একাউন্ট ফ্রিজ করা হয়। যাদের মধ্যে রয়েছে এসেট ম্যানেজমেন্ট কোম্পানি এল আর গ্লোবালের একাউন্ট। দীর্ঘ প্রায় ৬ মাস একাউন্ট বন্ধ থাকায় ডিভিডেন্ড বঞ্চিত হচ্ছেন তাঁদের মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা।

এর আগে নানা অভিযোগে গত বছর জুন মাসে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি-র একাউন্ট ফ্রিজ করা হলেও অদৃশ্য কারণে এ বছরের ফেব্রুয়ারী মাসে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি-র  তদন্তের আদেশ প্রত্যাহার করেছে। বিএসইসি রেস অ্যাসেট ম্যানেজমেন্টকে আবারও ১০ মিউচ্যুয়াল ফান্ড পরিচালনার অধিকার ফিরিয়ে দিয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থার এই দৈতনীতি বাজার সংশ্লিষ্টরা ভালো চোখে দেখছেন না। তাঁদের মতে বিষয়টি পুঁজিবাজারের প্রতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থার সংকট সৃষ্টির পাশাপাশি, এই মিউচুয়াল ফান্ডের ইউনিট হোল্ডারদের ডিভিডেন্ড থেকে বঞ্চিত করবে।

সূত্র  – যায়যায়দিন

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...