নভেম্বর ২৮, ২০২৪

বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ বাতিল করেনি, বাতিল করেছে বিচার বিভাগ। মৃত এ ব্যবস্থাকে জীবিত করার কোন প্রয়োজন নেই উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সারা দুনিয়ার কোনো গণতান্ত্রিক দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই। সেসব দেশের সরকারের মতই বাংলাদেশেও সরকার নির্বাচন কালীন দায়িত্ব পালন করছে মাত্র। বিশ্ব সংকটের মধ্যেও নির্বাচন করা সাংবিধানিক বাধ্যবাধকতা বলেও জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে তারেক রহমান। তার বাবা জিয়াউর রহমানও গণতন্ত্র ধ্বংস করেছে। হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি যারা চালু করেছে, তারা এদেশের গণতন্ত্রকে বিকাশে বাধা দেবে, এটাই স্বাভাবিক।

তিনি বলেন, নির্বাচনের উদ্দেশ্য আমরা ব্যাহত হতে দেব না। অসুস্থ পরিবেশ সৃষ্টি করলে ব্যবস্থা নেয়া হবে। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, দলের সুনাম যাতে থাকে, এরকম দায়িত্বশীল এজেন্ট আমাদের দরকার। আমার একটা আদর্শবাদী দল, বঙ্গবন্ধুর আদর্শে আমরা বিশ্বাস করি, আমরা শেখ হাসিনার কর্মী, এই কথা আমাদের মনে রাখতে হবে।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সত্যিকার অর্থে একটি ‍সুষ্ঠু নির্বাচন চাইছেন। তাই নির্বাচনে যারা পোলিং এজেন্ট থাকবেন তারা সঠিকভাবে নিজ দায়িত্ব করবেন। খবর বাসস।

পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...