ডিসেম্বর ২২, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পিকনিক ২০২৩ এর সিদ্ধান্ত মোতাবেক নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি সার্স কমিটি গঠন করা হয়। সার্স কমিটির সভা গত ১৬ জুলাই পিএসসি-র সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

এতে পিএসসি’র সদস্য প্রফেসর ড. দেলোয়ার হোসেনের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সার্চ কমিটি প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন প্রফেসর রমজুল হক, সাবেক ডিআইজি মো. মনজুর কাদের খান এবং ডিএমডি (প্রিমিয়ার ব্যাংক লি.) আব্দুল কাইয়ুম চৌধুরী ।

গত ১৮ মার্চ ঢাকা বোট ক্লাবে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী পুর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের জন্য বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর রমজুল হকের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি সার্স কমিটি গঠন করা হয়। সার্চ কমিটির সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব কেএম আবদুস সালাম এবং এনবিআরের সদস্য ড. মইনুল খানকে নতুন মেয়াদে (২০২৩-২০২৫) মহাসচিব হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়।

নতুন কমিটিতে ১১ জন উপদেষ্টা ও ৫১ জন কার্যনির্বাহী কমটির সদস্য রয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...