ডিসেম্বর ২২, ২০২৪

আজ থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। উদ্বোধনী দিনে খেলছেন না সাকিব আল হাসান। তাকে ছাড়াই গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে খেলতে হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।

ব্যক্তিগত কারণে এই ম্যাচে খেলছেন না সাকিব। এমনকি দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শাইনপুকুরের বিপক্ষেও তাকে পাওয়া নিয়ে আছে সংশয়।

আজ সাকিবকে ছাড়া খেলতে নেমে খুব একটা সমস্যায় অবশ্য পড়তে হয়নি শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে। স্পিনার টিপু সুলতানের ৪ উইকেট শিকারের দিনে প্রতিপক্ষ গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমিকে মাত্র ১৬৭ রানেই আটকে দিয়েছে তারা। দুই উইকেট নিয়েছেন রিপন মন্ডল। একটি করে উইকেট পেয়েছেন শফিকুল, আরিফ ও সাইফ।

গাজী টায়ার্সের হয়ে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন আশিকুর রহমান শিবলী। মাত্রই যুব বিশ্বকাপ খেলে আসা এই ওপেনার ব্যাট হাতে করেছেন ৮৯ রান। তবে অপরপ্রান্তে যোগ্য কাউকে না পাওয়ায় সেঞ্চুরি পাওয়া হয়নি তার।

শিবলী ছাড়া দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন মোটে দুজন। আরেক ওপেনার ইফতি করেছেন ৩১ রান। জুবারুলের ব্যাট থেকে এসেছে ১০ রান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...