ডিসেম্বর ২২, ২০২৪

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোর দাবিতে হরতালের হুমকি দিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নামের একটি সংগঠন। নারায়ণগঞ্জ লিংক রোড থেকে ঢাকার ভাড়া ৫৫ টাকা থেকে ৪৫ টাকা, শিক্ষার্থীদের অর্ধেক এবং এসি বাসসহ সব রুটে যৌক্তিক ভাড়ার দাবি জানান তারা।

শনিবার (২৬ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংগঠনটির এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে ৩ দফা দাবি না মানলে ২৯ অক্টোবর থেকে আন্দোলন কর্মসূচী শুরু হবে। কর্মসূচীতে ১৭ নভেম্বর শহরে আধা-বেলা হরতালের আহ্বান করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০১১ সালে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ২২ টাকা থেকে ৩২ টাকা বৃদ্ধির পর আন্দোলন শুরু হয়।

এর আগে বন্ধন পরিবহনের মালিকপক্ষ র‍্যাবকে চিঠি দিয়ে জানিয়েছিল শামীম ওসমান ও নাসিম ওসমানকে কীভাবে তারা চাঁদা দেয়।

৫ আগস্টের পর গডফাদাররা পালিয়ে গেছে এ অবস্থায় আমরা চাই আর কোনো গডফাদার যেন পরিবহন সেক্টরকে জিম্মি না করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নূর উদ্দিন আহমেদ, সুশাসনের জন্য নাগরিক-সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলামসহ অনেকে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...