ডিসেম্বর ২২, ২০২৪

ঘূর্ণিঝড় ‘দানা’র কারণে ঢাকা থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। এর প্রভাবে সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত ও নদীবন্দরগুলোয় ২ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় দানার প্রভাবে সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত ও নদী বন্দরগুলোয় ২ নম্বর সতর্কতা সংকেত থাকায় ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া, আয়শাবাগ; ঢাকা থেকে রাংগাবালী, ঢাকা থেকে চরমোন্তাজ, ঢাকা থেকে খেপুপাড়া নৌরুটের লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

পাশাপাশি এক ইঞ্জিন বিশিষ্ট নৌযান বন্ধ রাখা হয়েছে বলেও জানানো হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...