জানুয়ারি ২২, ২০২৫

ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পেলেন রাজশাহীর এসপি আনিসুজ্জামান। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়।

এতে বলা হয়েছে, রাজশাহীর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে ঢাকা জেলার এসপি হিসেবে এবং আর কুমিল্লায় এসপি করা হয়েছে মোহাম্মদ নাজির আহমেদ খানকে, যিনি গাজীপুর মহানগর পুলিশে উপকমিশনার (ডিসি) হিসেবে দায়িত্বে ছিলেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মহানগরের বাইরে সাতটি থানা ঢাকা জেলা পুলিশের আওতাভুক্ত এলাকা। এগুলো হচ্ছে সাভার, কেরাণীগঞ্জ, দক্ষিণ কেরাণীগঞ্জ, ধামরাই, দোহার, নবাবগঞ্জ ও আশুলিয়া।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...