জানুয়ারি ১০, ২০২৫

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেছে। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ তথ্য নিশ্চিত করে কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, মহাখালী ও নাখালপাড়া এলাকায় ট্রেন চলার পথে বাধা সৃষ্টি করেছে। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে- কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সকাল থেকে ঢাকায় গণপরিবহনের সংকট দেখা দিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...