সেপ্টেম্বর ৮, ২০২৪

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ (রোববার) রাতে ঢাকায় বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। তিনি এও জানালেন, বৃষ্টির সঙ্গে বাতাসও থাকবে, তবে বাতাসের গতি বেশি থাকবে না।

রোববার আবহাওয়া অধিদপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, ‘রেমালের প্রভাবে সারা দেশেই কম বেশি বৃষ্টি হবে। ঢাকাতেও আজ (রোববার) রাতে বৃষ্টি শুরু হবে। বৃষ্টির সঙ্গে বাতাস থাকবে। তবে উপকূলে বাতাসের যেমন গতি থাকে, অত বেশি থাকবে না।’

এদিকে রেমালের অগ্রভাগ এখন উপকূলে চলে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘এটির অগ্রভাগ এখন বাংলাদেশ উপকূলে। এর কেন্দ্রভাগ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ভালোভাবে বোঝা যাবে। এটা আগামীকাল (সোমবার) আরও ভালোভাবে বোঝা যাবে।’

আজিজুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি উত্তর দিকেই এগোচ্ছে। এর গতিবেগ ৯০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আবার কোথাও কোথাও দমকা হাওয়া হিসেবে ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।’

তিনি আরও বলেন, ‘রেমালের কেন্দ্রস্থল ওপরে উঠে যাওয়ার পরেও নিচের অংশ পার হতে হতে মধ্যরাত পর্যন্ত সময় লাগবে। দুপুরে অগ্রভাগ, সন্ধ্যায় কেন্দ্রভাগ ও রাতে নিম্নভাগ অতিক্রম করে ঝড় শেষ হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *