সেপ্টেম্বর ১৭, ২০২৪

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার ৩য় সাক্ষী শ্রম পরিদর্শক এনামুল হকের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, চলছে জেরা। আজ বৃহস্পতিবার ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালতে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এসময় সাক্ষী বলেন, প্রচলিত শ্রম আইনের ৮-৯টি ধারা ভেঙেছে গ্রামীণ টেলিকম, যা তিনি পরিদর্শনে গিয়ে দেখতে পান। কারণ প্রচলিত শ্রম আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় গ্রামীণ টেলিকম।

এর আগে ১৮ অক্টোবর দ্বিতীয় সাক্ষী হাদিউজ্জামানের সাক্ষ্যগ্রহণ শেষে এ দিনটি ধার্য করেন আদালত। সূত্র একুশে টিভি।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চার পরিচালকের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়।

গত ২২ আগস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ মামলায় মোট ৪ জন সাক্ষী রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *