জানুয়ারি ২৩, ২০২৫

রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় জহির স্টিল অ্যান্ড রুলিং মিলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

দগ্ধরা হলেন— তরিকুল ইসলাম (৩২), সুজন (২৫), আমিনুল ইসলাম (২৫), রনি (৩০), কাঞ্চন (২৮), দিপন দাস (৩০) ও শফিকুল ইসলাম (২৭)।

মিলটির শিফট ইনচার্জ তরিকুল ইসলাম জানান, আমিসহ কয়েকজন মিলে গিয়ার নামে যন্ত্রটি খুলছিলাম। এ সময় যন্ত্রটি ওভার হিটের কারণে বিস্ফোরিত হয়। এতে আমিসহ বেশ কয়েকজন দগ্ধ হই। পরে আমাদের সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এরপর কয়েকজনকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেলে এবং বাকি ৩ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা ডেমরা থানা পুলিশকে জানিয়েছি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...