জানুয়ারি ২২, ২০২৫

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন একটি রাজনৈতিক দলকে নিবন্ধন ও প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ওই পার্টির চেয়ারম্যানের রিটে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। নির্বাচন কমিশনকে আদালতের এই রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও আইনজীবী ইমরুল কায়েস রানা।

রায়ের পর ব্যারিস্টার এহসান এ সিদ্দিক জানান, আদালতের রায় পাওয়ার এক মাসের মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে প্রতীক বরাদ্দসহ নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

২০২২ সালের ২৬ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দলের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশনের কাছে নথিসহ আবেদনপত্র জমা দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তখন বিডিপিকে নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন।

২০২৩ সালের ১০ এপ্রিল নির্বাচন কমিশন নিবন্ধন না দিয়ে তাদের আবেদন বাতিল করে। পরে ২০২৩ সালের ২৫ মে দলটির চেয়ারম্যান হাইকোর্টে রিট করেন। সেই রিটে ২৩ জুন হাইকোর্ট রুল জারি করেন। বৃহস্পতিবার সেই রুলের ওপর রায় দেন হাইকোর্ট।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...