জানুয়ারি ৫, ২০২৫

খ্যাতিমান অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগর। ‘ডেডবডি’ শিরোনামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। এটি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালনায় থাকা মোঃ ইকবাল। এর আগে ইকবালের প্রযোজনায় ও পরিচালনায় অনেক ছবি করেছেন মিশা। যেটি মিশা সওদাগর সবসময় বলেন ইকবাল আমার মামা, তার সব সিনেমায় আমি থাকি। মিশা সওদাগর বলেন, সব সময়ের মতো এবার ও বলবো আমার মামা ইকবাল যেমন একজন বিচক্ষণ প্রযোজক এবং পরিচালনায় আশার পর পরিচালকও । তার সব সিনেমায় আমি থাকি। কারণ তার গল্পে নতুনত্ব থাকে। এ সিনেমাতেও থাকবো। আশাকরি দর্শকের ভালো লাগবে।

হরর-অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে আছেন চিত্রনায়ক ওমর সানী, শ্যামল মওলা, চিত্রনায়ক জিয়াউল রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার মডেল অন্বেষা রায় অ্যানি, মিষ্টি জাহানসহ অনেকে। আগে ইকবাল বলেছিলেন, আমি তো প্রায় ঈদেই আসি। গত ঈদে অনন্ত-বর্ষাকে নিয়ে আমার ‘কিলহিম’ এসেছিল। আগামী রোজার ঈদেও নতুন এই সিনেমা নিয়ে আসব। স্টার সিনেপ্লেক্সসহ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডেডবডি।

বিএফডিসিতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এছাড়া ছবিটির ঢাকার আশেপাশে শুটিং শেষ করে তারা এখন বান্দরবোনের অংশের কাজ করছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...