ডিসেম্বর ২১, ২০২৪

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯২৭ জন।

শনিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৭৯ জন। তাদের মধ্যে ৮৮ জন পুরুষ ও ৯১ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ২৬ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। এদিন সময়ে এক হাজারেও বেশি রোগি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...